জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ মেধা তালিকা প্রকাশিত হয়েছে।-JnU 6th merit list.
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে প্রথম, ২য়,৩য়,৪র্থ এবং ৫ম মেধা তালিকা প্রকাশ এবং প্রতি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ছে। গত ১৭ ডিসেম্বর ৩য় পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়।নিচে ৬ষ্ঠ মেধা তালিকা দেখার লিংক দেয়া হলো।এবং ৬ষ্ঠ পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি ও৭ম পর্যায়ের ভর্তি নির্দেশিকা দেয়া হলো নিচে।
Merit list:
A unit: PDF Download
B unit: PDF Download
৬ষ্ঠ পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি ও৭ম পর্যায়ের ভর্তি নির্দেশিকা:তবে যদি ইতিমধ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত থাকে তাহলে নতুন করে কাগজপত্র জমা দিতে হবে না। । শুধুমাত্র কি GST এর মূল ও ওয়েবসাইটে মাধ্যমে কবির মাইগ্রেশন সম্পন্ন করলেই হবে।(যদি বিশ্ববিদ্যালয় পরিবর্তন করতে চান)
৪র্থ পর্যায় থেকে নিম্নোক্ত নিয়মাবলি কার্যকৃত হয়েছে।(updated admission system)
1.আবেদনকারী প্রথমবার এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে তাকে অবশ্যই কোনো একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে।
2.প্রাথমিক ভর্তি সম্পন্ন না করলে পরবর্তীতে GST গুচ্ছভূক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।
3.একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে পছন্দমত যেকোন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।অন্য বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির জন্য আর কখনো নির্বাচিত হবে না।
4.একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন সম্পন্ন করলে পূর্বের বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে ভর্তির জন্য বিবেচিত হবে না।(মানে আগেরটাতে ফিরে আসার সুযোগ নেই)
GST ওয়েবসাইট থেকে সবাইকে নোটিসটি পড়ে নিতে বলা হচ্ছ।