Translate

গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয় সমূহের চতুর্থ পর্যায়ের ভর্তি শুরু হয়েছে আজ, এসেছে বেশ কিছু পরিবর্তন

 ২০২১-২২ শিক্ষাবর্ষের GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমুহের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার চতুর্থ পর্যায়ের কার্যক্রম ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। ৭ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯মিনিটের টার মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.Ac.Bd/) মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।( নিচে চতুর্থ পর্যায়ে নির্বাচিতদের জন্য নির্দেশনা এবং আপডেটেড Admission device নিয়ে আলোচনা করা হলো)

টেকনিক্যাল কমিটির প্রাথমিক ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,চতুর্থ পর্যায়ের মাধ্যমে অনেকের ভর্তির সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে।চতুর্থ ধাপের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক আবেদনকারী তার মেধাস্কোর ও বিভাগ পছন্দক্রম অনুযায়ী আবেদনকৃত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মেধাক্রম অনুসারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য মনোনীত হবেন।

৪র্থ পর্যায়ে প্রথমবার নির্বাচিতদের ক্ষেত্রে:

১. অনলাইনে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন ও প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা ৭ ডিসেম্বর দুপুর ১২টা হতে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রদান করতে হবে।

২.৮ ডিসেম্বর তারিখ হতে ১১ ডিসেম্বর প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৪টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি হচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লিখা একটি এ-ফোর সাইজের খামে করে জমা দিতে হবে।

আরও পড়ুন:মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ মেধা তালিকা প্রকাশিত

বিশেষ দ্রষ্টব্য:আবেদনকারী প্রথমবার এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে তাকে অবশ্যই তার পছন্দ অনুযায়ী একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভূক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

৪র্থ পর্যায়ে ভর্তির কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা:

1.আবেদনকারী প্রথমবার এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে তাকে অবশ্যই কোনো একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে।

2.প্রাথমিক ভর্তি সম্পন্ন না করলে পরবর্তীতে GST গুচ্ছভূক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

3.একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে পছন্দমত যেকোন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।অন্য বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির জন্য আর কখনো নির্বাচিত হবে না।

4.একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন সম্পন্ন করলে পূর্বের বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে ভর্তির জন্য বিবেচিত হবে না।(মানে আগেরটাতে ফিরে আসার সুযোগ নেই)

ইতোমধ্যে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে:

1.ইতিমধ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত থাকে তাহলে নতুন করে কাগজপত্র জমা দিতে হবে না। । শুধুমাত্র কি GST এর মূল ও ওয়েবসাইটে মাধ্যমে মাইগ্রেশন সম্পন্ন করলেই হবে।(যদি বিশ্ববিদ্যালয় পরিবর্তন করতে চান)

1.ইতোমধ্যে যে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, পরবর্তী পর্যায়ে আর কখনও সেই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। এছাড়াও university Migration সম্পন্ন করলে পূর্বের বিশ্ববিদ্যালয়ে আর ভর্তির জন্য বিবেচিত হবে না।

ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission gadget ও GST Admission guiding principle -এ দেওয়া আছে।GST admission gadget এবং GST admission guideline থেকে আরো বিস্তারিত দেখে নিতে বলা হচ্ছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url