Model Test — MCQ (Two-column A4)

Model Test – MCQ (প্রশ্নপত্র)

বিষয়: নবাবী যুগ, ইংরেজ আমল ও বারো ভূঁইয়া — মোট ৪০টি প্রশ্ন
১। ‘বারো ভূঁইয়া’ কারা ছিলেন?
ক) পাঠান জমিদারগণ খ) মোগল সুলতানগণ গ) ক্ষুদ্র স্বাধীন জমিদারগণ ঘ) সাগরপারের মর্কটগণ
২। আকবরের সেনাপতি মানসিংহ কাকে পরাজিত করে বাংলাকে মোগল সাম্রাজ্যে যুক্ত করেন?
ক) প্রতাপাদিত্য খ) ঈশা খান গ) কেদার রায় ঘ) মুসা খান
৩। বাংলার প্রথম স্বাধীন নবাব কে?
ক) আলিবর্দি খান খ) মুর্শিদকুলি খান গ) সরফরাজ খান ঘ) সুজাউদ্দিন
৪। সুবাদার ইসলাম খান ঢাকার নাম কী রাখেন?
ক) জাহাঙ্গীরনগর খ) ইসলামপুর গ) আওরঙ্গাবাদ ঘ) মোগলপুর
৫। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
ক) ২৩ জুন ১৭৫৭ খ) ২৩ মে ১৭৫৭ গ) ২২ অক্টোবর ১৭৬৪ ঘ) ২ জুলাই ১৭৫৭
৬। ‘বর্গী’ শব্দটি কাদের বোঝানো হতো?
ক) পূর্ণগর্জ সেনা খ) মারাঠা সৈন্য গ) মগ জলদস্যু ঘ) সিংহ সৈন্য
৭। লর্ড ক্লাইভ কখন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন?
ক) ১৭৫৭ খ) ১৭৬৫ গ) ১৭৭২ ঘ) ১৭৯৩
৮। ১৭৭০ সালের ভয়াবহ দুর্ভিক্ষ কোন নামে পরিচিত?
ক) ১১৭৬ বঙ্গাব্দের মন্বন্তর খ) ১৭৭০ দুর্ভিক্ষ গ) বাংলা মন্বন্তর ঘ) ১২৭৬ দুর্ভিক্ষ
৯। বক্সারের যুদ্ধ কোন সালে হয়?
ক) ১৭৫৭ খ) ১৭৬১ গ) ১৭৬৪ ঘ) ১৭৬৫
১০। ভারতের শেষ ভাইসরয় কে?
ক) লর্ড কার্জন খ) লর্ড মাউন্টব্যাটেন গ) লর্ড ক্যানিং ঘ) লর্ড ডালহৌসি
১১। স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
ক) লর্ড ডালহৌসি খ) লর্ড কর্নওয়ালিস গ) ওয়ারেন হেস্টিংস ঘ) লর্ড বেন্টিক
১২। বঙ্গভঙ্গ কার্যকর হয় কোন সালে?
ক) ১৯০৫ খ) ১৯০৬ গ) ১৯১১ ঘ) ১৯৪৭
১৩। সতি প্রথা বিলোপ করেন কে?
ক) রাজা রামমোহন রায় খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ) লর্ড উইলিয়াম বেন্টিক ঘ) লর্ড ডালহৌসি
১৪। কে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করেছিলেন?
ক) ইসলাম খান খ) মীর জুমলা গ) শাহ শুজা ঘ) ইনায়েত খান
১৫। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়—
ক) ১৫০০ সালে খ) ১৬০০ সালে গ) ১৬৫০ সালে ঘ) ১৭০০ সালে
১৬। সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ কে ছিলেন?
ক) মঙ্গল পাণ্ডে খ) ঝাঁসির রানি গ) তাতিয়া টোপে ঘ) নবাব খাঁ
১৭। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
ক) ১৯০৫ খ) ১৯০৬ গ) ১৯১১ ঘ) ১৯১৩
১৮। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় কোন সালে?
ক) ১৯০৫ খ) ১৯১১ গ) ১৯১২ ঘ) ১৯৪৭
১৯। ঈশা খানের রাজধানী কোথায় ছিল?
ক) সোনারগাঁও খ) বিক্রমপুর গ) মহাস্থানগড় ঘ) ঢাকা
২০। পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত কে?
ক) মীর জাফর খ) রায়দুর্লভ গ) মীর মদন ঘ) উমিচাঁদ
২১। ব্ল্যাকহোল ট্র্যাজেডির বিবরণ কে লেখেন?
ক) ক্লাইভ খ) হলওয়েল গ) ওয়াটসন ঘ) হেস্টিংস
২২। ফকির–সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা কে?
ক) মমুন শাহ খ) মজনু শাহ গ) দাদু মিয়া ঘ) হরীচাঁদ
২৩। বিধবা বিবাহ আইন কবে পাস হয়?
ক) ১৮২৯ খ) ১৮৫৬ গ) ১৮৫৭ ঘ) ১৮৬১
২৪। ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
ক) দুদু মিয়া খ) মমুন শাহ গ) হাজী শরীয়তউল্লাহ ঘ) তিতুমীর
২৫। তিতুমীরের বাঁশের কেল্লা কারা ধ্বংস করে?
ক) মজনু শাহ খ) মমুন শাহ গ) শরীয়তউল্লাহ ঘ) দুদু মিয়া
২৬। Government of India Act (1858) পাস হয়—
ক) ১৮৫৭ খ) ১৮৫৮ গ) ১৮৬১ ঘ) ১৮৮৫
২৭। ‘নীল দর্পণ’ নাটকটি কার লেখা?
ক) মাইকেল মধুসূদন দত্ত খ) দীনবন্ধু মিত্র গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) মীর মশাররফ হোসেন
২৮। বাংলার শেষ স্বাধীন নবাব কে?
ক) মীরজাফর খ) মীর কাশিম গ) সিরাজউদ্দৌলা ঘ) নাজিমউদ্দৌলা
২৯। ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় কোন সালে?
ক) ১৬০৮ খ) ১৬১০ গ) ১৬১২ ঘ) ১৬৬০
৩০। মীর কাশিম রাজধানী কোথায় স্থানান্তর করেন?
ক) ঢাকা খ) রাজমহল গ) মুঙ্গের ঘ) মিহার
৩১। ‘সনদ ব্যবস্থা’ কোন শাসন ব্যবস্থার সাথে যুক্ত?
ক) রায়তী প্রথা খ) মহলওয়ারী ব্যবস্থা গ) স্থায়ী বন্দোবস্ত ঘ) সনদ জমিদারি
৩২। ১৭৭০ মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
ক) লর্ড ক্লাইভ খ) কার্টিয়ার গ) ওয়ারেন হেস্টিংস ঘ) কর্নওয়ালিস
৩৩। বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে?
ক) লর্ড মিন্টো খ) লর্ড কার্জন গ) লর্ড হার্ডিঞ্জ ঘ) লর্ড মেলভার্ন
৩৪। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কোন আন্দোলনের অংশ?
ক) সশস্ত্র বিপ্লব খ) অসহযোগ আন্দোলন গ) সিপাহী বিদ্রোহ ঘ) ভাষা আন্দোলন
৩৫। ভারতের প্রথম ভাইসরয় কে?
ক) লর্ড ক্যানিং খ) লর্ড মাউন্টব্যাটেন গ) লর্ড ডালহৌসি ঘ) লর্ড কার্জন
৩৬। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়—
ক) ১৮৮০ খ) ১৮৮৫ গ) ১৯০৫ ঘ) ১৯০৬
৩৭। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়—
ক) ১৯০৫ খ) ১৯০৬ গ) ১৯১১ ঘ) ১৯১৩
৩৮। স্থায়ী বন্দোবস্ত কার্যকর হয়—
ক) ১৭৯০ খ) ১৭৯১ গ) ১৭৯২ ঘ) ১৭৯৩
৩৯। কোন যুদ্ধের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের ভিত শক্তিশালী হয়?
ক) পলাশীর যুদ্ধ খ) পানিপথের যুদ্ধ গ) বক্সারের যুদ্ধ ঘ) হালদার যুদ্ধ
৪০। ভারত ও পাকিস্তানের জন্ম কোন আইনের মাধ্যমে হলো?
ক) Government of India Act 1935 খ) লাহোর প্রস্তাব গ) ক্যাবিনেট মিশন প্ল্যান ঘ) Indian Independence Act 1947

Featured Post

VOCO: Product showcasing theme for merchant

VOCO helps you creating a perfect channel to showcase your products that are sold on Etsy, Amazon, or any other marketplaces. Featuring su…

Learn More